সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন 

গাজীপুর প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৯:১৪
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন 
ছবি : যায়যায়দিন

গাজীপুরে সাংবাদিকদের উপর বিএনপি'র নেতাকর্মীদের হামলা ও আহত করার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান।

1

সংগঠনের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, যুগ্ম সম্পাদক হাসমত আলী ও প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, ডেইলি স্টারের সংবাদদাতা মন্জুরুল ইসলাম ও সাংবাদিক মাহমুদা শিকদার প্রমুখ।

এসময়ে বক্তারা হামালাকরীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে বিষিয়টি নিয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের সঙ্গে এক বৈঠক হয়। এসময়ে তিনি দায়ীদের গ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার চেরাগআলি এলাকায় বিএনপি'র একাংশের একটি মতবিনিময় সভার খবর সংগ্রহ করতে গেলে বিএনপি জেলা নেতা শাহ রিয়াজুল হান্নান সমর্থিত নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে আমরা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে তারা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে যমুনা টেলিভিশনের ফটো সাংবাদিক রকি হোসেন সহ বেশ কয়েকজন আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে