নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বনবেড়া কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "দুর্যোগ ব্যবস্থাপনায় লোকায়ত জ্ঞান চর্চা" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা।
এতে স্থানীয় কৃষক-কৃষানী, ইউপি সদস্য, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩২ নারী পুরুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শুরুতে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক এর মাঠ সহায়ক মুন্না রংদী। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের প্রতি স্থানীয় জনগণের সচেতনতা এবং নিজস্ব জ্ঞানভিত্তিক প্রস্তুতি নেওয়ার সক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।”
কর্মশালায় বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা “দুর্যোগ কী, দুর্যোগ ব্যবস্থাপনা কী, লোকায়ত জ্ঞান কী এবং এই জ্ঞান কীভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকরভাবে প্রয়োগ করা যায়” এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি উল্লেখ করেন, “লোকায়ত জ্ঞান হলো স্থানীয় মানুষের অভিজ্ঞতা থেকে উৎসারিত বাস্তবভিত্তিক জ্ঞান, যা দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রেখে আসছে।”
আলোচনা পর্বের পর বারসিক এর মাঠ সহায়ক আল্পনা নাফাক এর পরিচালনায় অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে ‘পাহাড়ি ঢল থেকে বাঁচার জন্য করণীয়’, ‘খরায় ফসল রক্ষার উপায়’ এবং ‘ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি’ এই তিনটি বিষয়ে মতামত লিপিবদ্ধ করে ব্রাউন পেপারে উপস্থাপন করেন। এতে উঠে আসে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যকর কৌশল ও ধারণা।
প্রশিক্ষণের শেষাংশে বারসিকের সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং অংশগ্রহণকারীদের মতামত ও প্রতিক্রিয়া নিয়ে প্রশিক্ষণের মূল্যায়ন করেন।
তিনি বলেন, “এ ধরনের প্রশিক্ষণ লোকায়ত জ্ঞান বা স্থানীয় জ্ঞানভিত্তিক দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কামনা হাজং বলেন, আমরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে অনুপ্রাণিত হয়েছি এবং ভবিষ্যতে এই জ্ঞান আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে।