মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইদহে শ্রমিকদল নেতা আটক 

ঝিনাইদহ প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৪:০৬
ঝিনাইদহে শ্রমিকদল নেতা আটক 
গ্রেপ্তারকৃত শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫)

ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যার মামলার আসামি রফিকুল ইসলাম সোমকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)।

রোববার রাত ৯টার পর ঝিনাইদহ শহর থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

1

নিহত সেকেন্দার আলী লাল মিয়া হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়নপুর গ্রামের মৃত আবৃ বক্কার বিশ্বাসের ছেলে। গ্রেপ্তার সোম সদর উপজেলার আরাপরুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ।

২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া গরু ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এরপর ২০১৮ সালের ২ আগস্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শ্রমিক দল নেতার বোন মনিরা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের কারেন ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , র‌্যাব তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আসামিকে আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে