মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে জমি মাপাকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনায় ৬ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
আহত শাহিন শেখ, হাবিল মোল্লা, কায়েস শেখ, ফিরুজ আলম, রাকিব শেখ, রাসেল ঢালীকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় ।
এ ঘটনায় জমির মালিক হাজী মো: বারেক শেখ টঙ্গিবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন । রোববার রাত দুই টার সময় আমিনুল ঢালী ও আরাফাত ঢালীকে পুলিশ গ্রেফতার করে ।
জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে মৃত হাজী হাকিম আলী শেখের ছেলে হাজী বারেক শেখের সাথে একই এলাকার মৃত হারুন রশিদ ঢালীর ছেলে আকরাম ঢালীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে ।
১৬ই মে শুক্রবার সকালে শালিশীর মাধ্যমে উভয়ের জমি মাপে মিমাংসার জন্য বসা হয় । শালিশীরা বিষয়টি এক পর্যায় দুপুর ১২টায় মিমাংশা করার শেষ সময়ে আকরাম ঢালীর বড় ভাই টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন সাবেক আওয়ামী লীগ সভাপতি শহীদ ঢালীর নেত্রীত্বে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা করে ।
এ সময় শাহিন শেখের বাম পা ভেঙ্গে যায় এলাকাবাসী তাকে উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, কায়েস শেখের চোঁখে নিচে ও শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর জখম হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে, মো: হাবিল মোল্রা, ফিরুজ আলম, রাকিব শেখ ও রাসেল ঢালীকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় ।
হাজী মো: বরেক শেখ জানান, আমরা প্রায় শত বছর পূর্ব থেকে উপজেলার সিদ্বেশরী কোল্ড স্টোরেজের সামনে ৮৮ শতাংশ জমি ভোগ দখলে থেকে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছি । আমার দখলিয় জমি জোর করে দখল করার জন্য আ’লীগ নেতা শহীদ ঢালী গংরা চেষ্টা চালাচ্ছে ও আমার কাজের বাঁধা দিচ্ছে । হত্যার উদ্দেশ্যে তারা আমাদের উপর হামলা চালায় ।
টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে ।