মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুর থেকে মো. আবির হোসেন নাম এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ মে) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল গ্রামের শফি ড্রাইভার এর নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।
আবির ওই বাড়ির আনোয়ার হোসেনের পুত্র। সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশু আবিরকে হটাৎ দেখতে না পেয়ে রোববার দুপুর ১ টা থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও বাড়ির লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৪ ঘন্টার বিকেল ৪ টায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার পাশের বাড়ির আনোয়ারের ছেলে নিখোঁজের পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রাত ১০ টায় জানাযা শেষে দাফন করা হবে।