মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পরশুরামে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৪:২৫
পরশুরামে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১
ছবি: যায়যায়দিন

বাড়ির পাশে মুরগির খামারে বাবাকে ডাকতে যাওয়ার সময় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন (৫৫) নামের এক দোকানদারের বিরুদ্ধে ।

শনিবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে।

1

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করলে পুলিশ রবিবার ১৮মে বিকেলে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণির শিক্ষার্থী (৫) বাড়ির পাশের তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথে নিজাম উদ্দিন নামের ওই দোকানদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে ডেকে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির পরিবার তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে