জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯মে) সভুকুড়া গ্রামে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
এই মেলায় কমিউনিটির সদস্যবৃন্দ, মা ও শিশু এবং কিশোরীরা অংশগ্রহণ করেন। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে প্রাথমিক তথ্য যেমন - খাদ্য নিরাপত্তা, অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য নির্বাচন ও ক্রয়, সংরক্ষণ, তৈরি এবং পুস্টিকর উপায়ে রান্না সম্পর্কে আলোচনা করা হয়। এই মেলাতে কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য, পারিবারিক পুষ্টি, প্রকল্প পরিচিতি ও কাউন্সিলিং কর্নার সহ ৪টি স্টল সাজানো হয়েছিল।
জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এ.এম আবু তাহের, উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ আরো অনেকে।
Five Zero Plus এবং ENOUGH ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত মে মোমেন্ট এর অংশ হিসেবে আলোচনা করেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। তিনি Global May Moment-2025-Nourish 2 Flourish (পুষ্টি থেকে সমৃদ্ধ হও) প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং অপুষ্টি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে. ENOUGH ক্যাম্পেইনসহ বিভিন্ন উদ্যোগ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। অংশগ্রহণকারীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কাজ করার এবং একটি সুস্থ, সবল ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হন।
আলোচনা শেষে খাজা বাবা সত্য বাউল সংঘ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কিত জামালপুর এর লোকসংগীত পরিবেশন করেন।