মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নেছারাবাদে খালে ঔষধ দিয়ে মাছ শিকার, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৪:৫১
নেছারাবাদে খালে ঔষধ দিয়ে মাছ শিকার, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
ছবি-যায়যায়দিন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার পশ্চিম পাড় মিয়ারহাট বন্দর সংলগ্ন খালে ঔষধ ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে একটি চক্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল নামে এক ব্যক্তি ট্রলার শ্রমিকদের নিয়ে ওই খালে বিষাক্ত ঔষধ ছিটিয়ে মাছ শিকার করছে। এতে একদিকে যেমন খালের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে মারাত্মক পরিবেশ দূষণের শঙ্কা তৈরি হয়েছে।

1

স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার সময় ট্রলারের শ্রমিক ফয়সাল সহ একটি চক্র খালের বিভিন্ন স্থানে গোপনে বিষ প্রয়োগ করে। কিছুক্ষণের মধ্যেই মাছ পানির ওপর ভেসে ওঠে এবং তা সহজেই সংগ্রহ করে নিয়ে যায় তারা। ফলে জনস্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

মিয়ারহাট এলাকার একজন বাসিন্দা বলেন, “আমরা বহুবার এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ফয়সাল ও তার সহযোগীরা প্রায়ই এই ধরণের কাজ করে থাকে যা জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ঔষধ বা বিষ প্রয়োগে মাছ ধরা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে শুধু মাছ নয়, পানির অন্যান্য প্রাণীও মারা যায়। পাশাপাশি এসব বিষাক্ত রাসায়নিক জমে থেকে খালের পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, যা কৃষি, স্বাস্থ্য ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে।

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে এখনই তদন্ত করে প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে এই অবৈধ মাছ শিকার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়তো অচিরেই মিয়ারহাট সংলগ্ন খাল প্রাণহীন হয়ে পড়বে, যা এলাকার পরিবেশ ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে