মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বম্ভরপুরে ব্রিজ ভেঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন একাধিক উপজেলা  

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৪:৪৩
বিশ্বম্ভরপুরে ব্রিজ ভেঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন একাধিক উপজেলা    
বালুবাহী ট্রাকের চাপে ব্রীজ ভেঙ্গে গেছে ।ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সজনা’ বা গাঙ্গের উপরে উপরে কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা ব্রীজ।

সেই ব্রিজের উপরে দীর্ঘদিন পূর্বে স্টীলের ব্রীজ তৈরি করা হয়েছিলো, স্বাভাবিক যানবাহন বা মানুষ চলাচলের স্বার্থে। গতকাল রাত আনুমানিক সাড়ে ৪টায় বালুবাহী একটি ট্রাক পশ্চিম দিক থেকে যাওয়ার উদ্দেশ্যে উঠে এ সময় ব্রিজ ভেঙ্গে যায়, এতে ড্রাইভার গুরুতর আহত হয়েছে।

1

আবার বেড়ে গেলো মানুষের দুর্ভোগ। উল্লেখ্য এটি সুনামগঞ্জ টু তাহিরপুর এর একটি সড়ক ভৌগোলিক সীমানার যে রূপ রয়েছে সুনামগঞ্জ থেকে আব্দুস জহুর সেতু হয় ঠুকের বাজার রাস্তা। আবার সেখান থেকে ইসলামগঞ্জ বাজার হয়ে নিয়ামতপুর হয়ে, আবুয়া নদীর ফতেপুর মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়। আনোয়ারপুর সেখান থেকে সরাসরি তাহিরপুর।

তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, বিকল্প রাস্তায় যাতায়াতের ব্যবস্থা করবেন যেমন সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু থেকে সরাসরি বিশ্বম্ভরপুর উপজেলা হয়ে তাহেরপুর উপজেলায় যাতায়াত করতে হবে।

ওই এলাকাবাসীর দাবি কিছুদিনের মধ্যেই ভেঙ্গে যাওয়া ব্রিজটা দ্রুত সংস্করণ করতে হবে, যদি না হবে তবে আগামী ৬ মাসে কঠিন থেকে কঠিন হবে মানুষ চলাচল করতে প্রশাসনের উদ্যোগে অচিরেই যেন কাজ সম্পন্ন করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে