সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)( অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি অলাভজনক স্বায়ত্বসাশিত সংস্থা) বাবুগঞ্জ উপজেলার আওতায় রেজিলিয়েন্স, এন্টারপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের সহযোগিতায় স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত সভায় এসডিএফ এর জেলা ব্যবস্থাপক আজাদুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলা কর্মকর্তা-আইসিবি আলী হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুখ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মো: মিজানুর রহমান, সমবায় অফিসার মোহাম্মদ আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মুক্তা পাশা, এসডিএফ এর জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস)এস.এম. জহিরুল হক, জেলা কর্মকর্তা (কমিউনিটি ফাইন্যান্স) শংকর গাইন, ক্লাস্টার ও উপজেলা কর্মকর্তাবৃন্দ, গনমাধ্যাম প্রতিনিধি মো. আরিফ হোসেন, ব্যবসায়ী, উৎপাদনকারীদলের সদস্য প্রমুখ।
অনুষ্ঠানে জেলা কর্মকর্তা (লাইভলিহুড) সোহাগ গাজী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রকল্পের বহুমূখী কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও ফারুক আহমেদ