মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলো প্রশাসন

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৬:২২
মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলো প্রশাসন
ছবি: যায়যায়দিন

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান রায়হান হিমাগারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দুষ্কৃতকারীরা। তারা হিমাগারে আলু চাষিদের প্রবেশ পথে বাঁধা সৃষ্টি করে। এক কথায়, শিল্পটিকে ধংশের পায়তারা চালায় দুষ্কৃতকারীরা।

অভিযোগ উঠেছে, বাঁশের বেড়ার পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষকে নানান ধরনের হুমকি প্রদান করে দুষ্কৃতকারীরা। নিরুপায় হয়ে হিমাগার কর্তপক্ষ দুষ্কৃতিকারিদের বিরুদ্বে থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও তারা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে অবগত করেন।

1

এরই প্রেক্ষিতে সোমবার (১৯ মে) দুপুরে সওজ কর্তৃপক্ষ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সরজমিনে স্থানটি পরিদর্শন করেন। হিমাগারে আলু সংরক্ষণে বিশৃংখা তৈরি ও অমানবিক বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় তা অপাসারণ করা হয়। পরে উচ্ছেদ করা মালামাল জব্দ করে সওজ কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর অর রশিদ, কেশরহাট পৌরসাভা বিএনপির সাধারণ মশিউর রহমাস, সওজের সার্ভেয়ার সাজ্জাদ হোসেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, এটি নিতান্তই অমানবিক কাজ। এটা মেনে নেয়া যায়না। শিল্পটিকে ধংশ করতে দুষ্কৃতকারীরা বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এতে আলু চাষিদের আলু সংরক্ষণে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরেজমিনে বাঁশের বেড়া অপসারণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে