মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে সমলয় পদ্ধতিতে বোরো ধান কাটা শুরু

ফরিদপুর প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৬:৪৫
ফরিদপুরে সমলয় পদ্ধতিতে বোরো ধান কাটা শুরু
ফরিদপুরে সমলয় পদ্ধতিতে কাটা হচ্ছে বোরো ধান: ছবি যায়যায়দিন

কৃষি প্রণোদনার আওতায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং সমলয় পদ্ধতিতে ফসল চাষে কমছে সময়-শ্রম এবং খরচ। এতে নতুন আশার আলো দেখছেন কৃষকরা।

তেমন পদ্ধতি ব্যবহার করে ফরিদপুরে চাষ করা হয়েছে বোরো ধান। এবার সেই ধান সমলয় পদ্ধতিতে কম্বাইন্ড হার্ভেস্টর দিয়ে কাটা শুরু হয়েছে।

1

সোমবার (১৯ মে) দুপুরে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদিরাজাপুর এলাকায় আধুনিক পদ্ধতিতে ধান কাটা উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কৃষিবিদ আনোয়ার হোসোন ও মাসুদ রানা।

সদরের কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুরে 'সমলয়' চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি।

ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার। ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ।

প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রে-তে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। ট্রেতে তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যমে করা হয় ধানের চারা রোপণ। এর পর কম্বাইন্ড হার্ভেস্টর দিয়ে ধান কাটা হয়। এতে সময় ও শ্রমিক মজুরি অনেক কমছে।

সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার ১০০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ হয়েছে।

মেশিনের মাধ্যমে চারা রোপণ আবার মেশিনের মাধ্যমেই ধান কাটা ও মাড়াই। সময়, শ্রম ও খরচ কম লাগায় খুশি কৃষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে