ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি পেকুয়া সদর ইউনিয়নের টিম লিডার পদে সবোর্চ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক এফ এম সুমন।
নির্বাচনে ইউনিয়ন টিম লিডার পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সেখানে এফ এম সুমন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ৫ ইউনিটের লিডার জসিম উদ্দিন।
ইউনিয়ন টিম লিডার ছাড়াও একই সময় ডেপুটি টিম লিডার নির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে নেজাম উদ্দিন বিজয়ী হন।
এ সময় সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী, সিপিপি উপজেলা টিম লিডার আবুল কাশেমসহ সিপিপি স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার সময় সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী বলেন, সিপিপি এবারের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
সিপিপি’র স্বেচ্ছাসেবকরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন এবং তাদের লিডার নির্বাচিত করেছেন।
সিপিপি স্বেচ্ছাসেবকেরা সবসময় ঘূর্ণিঝড়ের ঝুঁকি কমাতে এবং ঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করেন।
এদিকে অনুভুতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত ইউনিয়ন টিম লিডার এফ এম সুমন বলেন, আমার বাবাও এই সিপিপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমিও এই সিপিপি’র জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যাব।
তিনি সিপিপি’র সকল স্বেচ্ছাসেবক ও সিপিপি সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জানান।