‘ভাতের সঙ্গেই মিলবে পুষ্টি উপাদান জিংক’ এই প্রতিপাদ্য নিয়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ জাত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে রবিবার বিকেলে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাম্মনপাড়া গ্রামে কৃষক মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার বকুল ইসলাম।
গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রী ¯স্নাল প্রমূখ।
পরে জিংক সমৃদ্ধ ধানের চাউল খেলে কি কি উপকার হয় এই সংক্রান্ত প্রচার পত্র বিতরণ করা হয়।