রাজধানী ঢাকা শাহবাগ থানার তোপখানা রোড নকশী হোমস এর সামনে থেকে দুইটি হত্যা মামলাসহ ৮ টি মামলার আসামী মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রহিম খান (৬৫) কে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ডিবি পুলিশ গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আব্দুর রহিম খান শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মৃত কফিল উদ্দিন খাঁনের ছেলে।
রবিবার ১৮ মে বিকালে রাজধানী ঢাকা শাহবাগ থানার তোপখানা রোড নকশী হোমস এর সামনে থেকে দুইটি হত্যা মামলাসহ ৮ টি আসামী রহিম খাঁনকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ডিবি পুলিশ ।
আজ ১৯ মে সোমবার ৩ টায় মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন এক প্রেস বিফিংয়ের মাধ্যমে জানান, ঢাকা শাহবাগ থানার তোপখানা রোড নকশী হোমস এর সামনে থেকে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রহিম খান গ্রেফতার করা হয়েছে ।
তার শিবালয় থানার মামলা নং-৫, তারিখ ৮ই আগষ্ট ২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০২/ ১০৯/৩৪ এর মামলার তদন্তকারী অফিসার গত ২৪/০৪/২০২৫ ইং তারিখে আসামী গ্রেফতার সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ, বরাবর একটি অধিযাচন পত্র দাখিল করেন। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, (পূর্ব) অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন এর নেতৃত্বে একটি অভিযানিক দল দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় ৩ নং আসামী মোঃ আঃ রহিম খাঁন কে গ্রেফতার করে ।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, (পূর্ব) অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন বলেন, উক্ত গ্রেফকারকৃত আসামী মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রহিম খাঁনের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় ০১টি হত্যা মামলা, নৌ পুলিশ ক্যাম্প পোড়ানো মামলা-১টি এবং শাহবাগ থানায় ০১টি প্রতারণা মামলা, ডিএমপি, মিরপুর মডেল থানা ০১ হত্যা মামলা, যাত্রাবাড়ী থানা ০১ টি মামলা মোট ০৫টি মামলা রয়েছে।
এছাড়াও তাহার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ০৩টি সি আর মামলা বিচারাধীন রয়েছে। এদিকে শিবালয় থানা পুলিশ গ্রেফকারকৃত আসামী মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রহিম খাঁনের ৭ দিন রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন । আসামীর রিমান্ড শুনানি পরবর্তীতে সময় নির্ধারন করেন ।