ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর চড়াইল সরকারি আবাসনে জোরপূর্বক ঘর দখল এবং মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উত্তর চড়াইল পঞ্চায়েতের বাজারে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন হেমায়েত, মধু, উর্মিলা, সুখি, রমেশ, খালেক ও মজনু গাজি।
বক্তারা অভিযোগ করেন, তাসলিমা, ছাবিনা, সুমাইয়া, ছামিয়া, ময়ূরী ও তানিয়া নামের কিছু ব্যক্তি সরকারি আবাসনের ঘর জোরপূর্বক দখল করে সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
বক্তারা আরও বলেন, এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তি এবং দখলকৃত সরকারি ঘরগুলো পুনরুদ্ধারের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ এলাকার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।