মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শার্শায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ১৪:০৮
শার্শায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি-যায়যায়দিন

"সোনালী আঁশের সোনার দেশ, সমৃদ্ধির বাংলাদেশ" এই প্রতিপাদ্যে যশোরে শার্শায়, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০মে) উপজেলা শিক্ষা অফিসে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

1

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান এই অনুষ্ঠানের উদ্বোধন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকি, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, প্রশিক্ষক এবং স্থানীয় চাষীরা।

প্রশিক্ষণে চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে