রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসি উত্তরপাড়া গ্রামে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় শুভ আহমেদ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুভ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুভ ছিলেন স্বভাবতই শান্ত প্রকৃতির। তবে হুটহাট রাগান্বিত ও অভিমানী হতেন। মাঝে মাঝেই তিনি আত্মমগ্ন হয়ে পড়তেন।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক বাসিন্দা ফসলের ক্ষেত দেখতে বের হলে গাছে ঝুলে থাকা শুভর নিথর দেহ দেখতে পান।
তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় শুভর পরিবারকে এবং দুর্গাপুর থানা পুলিশকে।
দুর্গাপুর থানার এসআই ইব্রাহিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শুভর অকাল মৃত্যুতে এলাকা সহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।