কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলাধীন রাজিবপুর সদর ইউনিয়নে ২০২৪-২৫ খ্রি.অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চর রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী।
এতে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের ১৩০ জন কৃষকের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়। কৃষিনির্ভর এই ইউনিয়নের কৃষকদের কষ্ট লাঘবের জন্য এবং কৃষি খাতের উন্নয়নের জন্য এই স্প্রে মেশিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের সাধারণ কৃষকদের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন এই স্প্রে মেশিন কৃষকরা ব্যবহার করলে রাজিবপুরের কৃষির খাতের উন্নয়ন হবে। আর কৃষি খাতের উন্নয়ন হলে গোটা বাংলাদেশের উন্নয়ন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজপুর উপজেলা বি এন পি'র আহবায়ক অধ্যাপক মোখলেসুর রহমান, জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, ফ্রেন্ডশিপ সু শাসন প্রকল্পের আইনী ও সাধারণ তথ্য সভা কেন্দ্রের প্যারালিগাল মোঃ আলতাফ হোসেন,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোখলেসুর রহমান প্রমুখ।