কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে ছুরিকাঘাত করেছে এক দুস্কৃতিকারী। এতে মো. আরিফ হোসেন (৩৫) নামে এক ভাই নিহত হন। গুরুতর আহত হন অপর ভাই খাইরুদ্দিন (৪০)।
আহতকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাসিমারকাটা সিকাদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত আরিফ ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে ও অপর আহত খাইরুদ্দিন জামাল উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
এদিকে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক সাজ্জাদ হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ ও তার চাচাতো ভাই খাইরুদ্দিনসহ স্থানীয় ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (৩৬) ঘর থেকে ছুরি নিয়ে বের হয়ে আরিফ ও খাইরুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
জানা যায়, জমি নিয়ে তাদের পূর্বশত্রুতা রয়েছে। এ নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে। ঘাতক সুজন বিদেশ ফেরত এক যুবক। তার টমটম গ্যারেজ ও মুরগী ফার্মের ব্যবসা রয়েছে বলে স্থানীয় লোকজন জানায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহত আরিফের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
তার পেটে ও বুকে ছুরিকাঘাত পাওয়া গেছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত ঘাতক সুজনকে কৈয়ারবিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।