বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দুয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৮:৩১
কেন্দুয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
ছবি: প্রতিকী

নেত্রকোনার কেন্দুয়ায় পাঁচ বছর আগে ক্যান্সারে মারা যাওয়া ছেলে খায়রুল ইসলামের শোকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাহুশিয়া-সাঁতারখালি এলাকার পতিত ভিটায় রেন্ডি গাছ থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনিএকই ইউনিয়নের চন্দলাড়া গ্রামের মুখসুদ আলীর স্ত্রী।

1

জানা গেছে, সূত্র জানায়,ওই গ্রামের মুখসুদ আলীর বড় ছেলে খাইরুল ইসলাম (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ৫ বছর আগে মারা যান। এরপর থেকে মা আনোয়ারা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ অবস্থায় তিনি প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বের হয়ে বিকেলে আবার বাড়িতে চলে আসতেন।

ঘটনারদিন বৃহস্পতিবার সকালেও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেও পরে দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাটাহুশিয়া দ-সাঁতারখালি এলাকার পতিতভিটায় একটি গাছে ওই নারীর ঝুলে থাকার খবর পান পরিবারের লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা ও থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে