কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে রফতানিমুখী গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তবে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত কোটি টাকার গার্মেন্টস পণ্যসহ ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় পুলিশ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, নারায়ণগঞ্জ থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৩৪৫ কার্টুন গার্মেন্টস পণ্য বোঝাই করে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১১-৮৪৬৫) চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।
সোমবার ভোররাতে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখার চর এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ছিনতাইকারীরা গাড়িটি ছিনতাই করে।
খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মালামালসহ কাভার্ডভ্যানটি উদ্ধারে অভিযান চালায়।
ওই দলটি ফেনী ও নোয়াখালী জেলায় টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে লুণ্ঠিত সম্পূর্ণ মালামালসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করে।
এ সময় পুলিশ ছিনতাইকারী চক্রের সক্রিয় ১২ সদস্যকে তিনটি প্রাইভেটকারসহ গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - শাহেদ (৫২), মোহাম্মদ রিপন (৪০), জনি (৪৩), মামুন (৪৩), রিয়াজ হোসেন (৪৪), মোহাম্মদ হিমেল (৩৮), সাইফুল আজম চৌধুরী (৩৬), ফারুক হোসেন মনা (৪০), তারেক খান রাসেল (৩২), নুরুন্নবী (৩৭), রিয়াজ (২৫), মো. সজিব (২৫)। তাদের বাড়ি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।
যাযাদি/এস