রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ৫৮ লিটার চোলাই মদসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছেন চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২৫ মে) রাত ৯টায় তাদেরকে আটক করে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-এর নের্তৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে রাত ৯টার দিকে এসআই (নিঃ)/ মোহাম্মদ মোজাম্মেল হক এবং এএসআই ( নিঃ) ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ অত্র চন্দ্রঘোনা থানা এলাকায় জিডি মূলে বিশেষ অভিযানে ডিউটি করাকালীন রাজস্থলী থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বটতলী এলাকায় মুন্ডি ও কাবাব হাউজ নামক দোকানের ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে ৩ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী কেরে তাদের কাছে ৫৮ লিটার চোলাই মদ জব্দসহ আসাষি ওচিংমং রাখাইন (৩২) আবু তালেব (২৬) ওসমান গণি (২৬) কে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ও সি) শাহাজান কামাল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিদের বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।