শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সী অ্যাম্বুলেন্স অপব্যবহার

মহেশখালীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা

  ২৬ মে ২০২৫, ১৩:৫৩
মহেশখালীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা
মহেশখালীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ছবি: যায়যায়দিন

মহেশখালী-কক্সবাজার নৌপথে চলাচল করা ওয়াটার অ্যাম্বুলেন্সের অপব্যবহারের অভিযোগে জনস্বার্থে স্বপ্রণোধিত হয়ে একটি মিচ মামলা দায়ের করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে গতকাল রোববার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-মহেশখালী আদালতে মামলাটি দায়ের করা হয়। যার মিস মামলা নং ২/২০২৫ইং।

মামলায় অভিযোগের বিষয়ে আগামী ২৯-৫-২০২৫ তারিখে মধ্যে আদালতে উপস্থিত হয়ে তথ্য-প্রমাণসহ ব্যাখ্যা দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হককে নির্দেশ দেয়া হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক আসাদ উদ্দিন মোঃ আসিফ এই আদেশ দেন।

1

আদালত সূত্রে জানা গেছে, মহেশখালী থেকে কক্সবাজার শহরে দ্রুত জরুরি রোগী পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা সি-অ্যাম্বুলেন্স সেবা কারা পেয়েছে তাদের রেজিষ্ট্রার, কখন থেকে এই সি-অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়। চালুর সময় থেকে কি পরিমান অর্থ খরচ হয়েছে। এই সরকারি তহবিলে কি পরিমান বরাদ্দ পাওয়া গেছে ও চালকের বেতনের তথ্যে চেয়েছে আদালত।

আদালতের আদেশের কপি, সংশ্লিষ্ট আদালত, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম, সিভিল সার্জন কক্সবাজার ও স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হককে অবগত করেছে বলে জানান মহেশখালী আদালতের ব্যাঞ্চ সহকারী।

এদিকে গণমাধ্যমে সংবাদ সূত্রে জানা গেছে, সাধারণ গরীব অসহায় মানুষ শুরু থেকেই এই বিনা মূল্যের সেবা থেকে বঞ্চিত ছিলো। অ্যাম্বুলেন্সটি কর্তৃপক্ষ অপব্যবহার করেছে। যার ফলে এই দ্বীপের লাখো মানুষ সি-অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠে। আবার অনেক সাধারণ মানুষ এই সেবার তথ্যেও জানে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ৯ মাস ধরে এই সী অ্যাম্বুলেন্সের চলাচল বন্ধ রয়েছে। তবে চালক আছে এখনো। এই অজুহাতে অনিয়মের মাধ্যমে জরুরী স্বাস্থ্য সেবা না দেয়ার অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হকের বিরুদ্ধে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হক মহেশখালী উপজেলায় ৫ মেয়াদে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ৩০ ডিসেম্বর ২০১৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বহাল পূর্ণপদে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে