বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ল সাংবাদিকের খড়ের গাদা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ২০:৪১
মিরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ল সাংবাদিকের খড়ের গাদা
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের গরুর খামারের খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭ দিকে মিরসরাই পৌর সদরের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়ির সামনে খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।

মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের খামারের এক কর্মকর্তা জানান, ৮০ উর্ধ বয়সি সাংবাদিক নিজাম উদ্দিন মা রয়েছে ঘরে। কয়েক মাস আগে দুর্বৃত্তরা রাতের আধারে ঘরে হামলা করলে, উনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। জানালার কাঁচ ভেঙে নিজাম উদ্দিনের মায়ের গায়ে পড়ে। আজ সন্ধ্যায় বাড়ির সামনে হঠাৎ খড়ের গাদা আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সবাই আতঙ্কিত হয়ে রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খড়ের গাদায় আগুন লাগার খবর পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মরহুম সাংবাদিক নিজাম উদ্দিন ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন ‘মিরসরাই প্রেস ক্লাব’। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’।

এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এছাড়া তিনি পূর্বকোণসহ বাংলাদেশের প্রভাবশালী কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে