বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পাইকগাছায় লটারির মাধ্যমে পৌরসভার ওএমএস ডিলার নির্ধারণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ০২ জুন ২০২৫, ১৭:০১
পাইকগাছায় লটারির মাধ্যমে পৌরসভার ওএমএস ডিলার নির্ধারণ
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছায় খাদ্য অধিদপ্তরের আওতায় লটারির মাধ্যমে ডিলার নির্ধারণ সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আবেদনকারী ২৩জন বৈধ ডিলারের মধ্যে লটারির মাধ্যমে ৬ জন ডিলার নির্ধারণ করা হয়।

নির্ধারিত ডিলাররা হলেন শেখ সিরাজুল ইসলাম, রিক্তা সুলতানা খুশি, সমীরণ মন্ডল, সাইফুল ইসলাম, অসিত চন্দ্র সরকার ও আছিয়া বেগম। নির্ধারিত ডিলাররা জুলাই -২০২৫ থেকে পৌর এলাকার মধ্যে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রয় করবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ডিলার নির্ধারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,

গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, জামিলুর রহমান রানা ও খাদ্য দপ্তরের শাহেদুজ্জামান বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে