বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
সড়কের দু’পাশে সৌন্দর্য্য বর্ধন

আখাউড়া পৌরসভার উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৫, ১৫:৫৮
আপডেট  : ০৪ জুন ২০২৫, ১৬:২৯
আখাউড়া পৌরসভার উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ
আখাউড়া পৌরশহর সড়কের দু’পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ। ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে সড়কের দু’পাশে ২’শ কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে আখাউড়া পৌরসভা।

বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের শহরের নারায়নপুর বাইপাস এলাকায় সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জি.এম. রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান সহকারি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের ব্যাপারে বলেন, ‘আমরা এখানে চাকুরীর জন্য এসেছি। আখাউড়াবাসীকে সেবা দিয়ে যেতে চাই। এ ধারনা থেকেই কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা নিয়েছি। আমরা চলে গেলেও আখাউড়াবাসী আমাদেরকে স্মরন করবে।’

কৃষ্ণচূড়া চারা রোপণের উদ্দেশ্য সম্পর্কে আখাউড়া পৌর প্রশাসক জি. এম. রাশেদুল ইসলাম বলেন, ‘আখাউড়ায় আন্তর্জাতিক চেকপোষ্ট আছে। এখানে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন। এমনকি মাঝে মধ্যে বিদেশী নাগরিকরাও আসেন।

তাদেরকে স্বাগত জানানোর জন্যই মুলত সড়কে পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে। পুরো রাস্তাটি সৌন্দয্য বর্ধন করা হবে।

পৌরসভার উদ্যোগে ২ ’শ গাছ রোপণ করা হবে।এছাড়াও সৌন্দর্য্য বর্ধনের জন্য আরও কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে