বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

শিবচরে জমকালো আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৫, ১৪:০২
আপডেট  : ২৪ জুন ২০২৫, ১৪:০৬
শিবচরে জমকালো আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত
শিবচরে জমকালো আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়। ছবি: যায়যায়দিন

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়াশিবচর উপজেলার আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দিনব্যাপী শিবচর নন্দকুমার মডেল ইনিস্টিটিশনের মাঠে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম।

বাংলাদেশ স্কাউটস শিবচর উপজেলা সুত্রে জানা গেছে, উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন কাব শিক্ষকসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করছেন। কাব কার্নিভাল আনন্দদায়ক ও শিক্ষামূলক করতে কাবদের জন্য বালতিতে বল ছোড়া, তীর নিক্ষেপ, মাছ শিকার, রিং নিক্ষেপ, আইন নৃত্য ও টার্গেট হিট প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবীন্দ্রনাথ দত্ত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অজয় দাশ, উম্মে হাবীবা (উর্মি), শিবচর উপজেলা স্কাউটের কমিশনার লোকমান হোসেন হাওলাদার, সম্পাদক এবং কাব কার্নিভাল চিফ মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম (শাহীন), সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন , সহকারী কমিশনার মোঃ বাবুল মিয়া, শিবচর উপজেলা স্কাউটের উডবেজার মোঃ কাওসার মিয়া, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, স্কাউট লিডার কামরুজ্জামান পলাশ, উপজেলা কাব লিডার কামাল হোসেন, সহযোজিত সদস্য আহসান হাবীব (শাহীন), মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব স্কাউটসদের মূল্যায়নের মাধ্যমে দিনব্যাপী এ কাব কার্নিভালের সমাপ্তি ঘটে। এসময় বক্তারা শিশুদের মাঝে স্কাউট চেতনা ও দেশপ্রেম গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় অতিথিবৃন্দ বলেন, কাব কার্নিভাল হল কাব স্কাউটদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি কাব স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে