মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৫, ১৪:৫৪
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার এনজিও সংস্থা সিএসএস’র উদ্যোগে বিনামূল্যে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সংস্থার স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে সিএসএস’র আখাউড়া ব্রাঞ্চের আয়োজনে পৌশহরের কলেজ পাড়ায় একটি স্কুলে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একজন চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় জ্বর, শর্দি, ঠান্ডা, কাশি, জনিত সমস্যার রোগীরা বেশি আসে। এছাড়াও মা ও শিুশুকে চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক রিজিওনাল ম্যানেজার মো. ইকবাল বিন তৈয়ব, আখাউড়া ব্রাঞ্চ ম্যানেজার গোপীনাথ সরকার, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার দিপংকর কুমার, লোন অফিসার মো. সজীব প্রমুখ।

সিএসএস’র রিজিওনাল ম্যানেজার মো. ইকবাল বিন তৈয়ব বলেন, মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি। অসহায় দরিদ্র মানুষের জন্য আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবাটি সহায়ক হবে বলে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে