বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
ফিফা ক্লাব বিশ্বকাপ 

চল্লিশেও দারুণ ছন্দে ব্রাজিলের সিলভা

ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১৭:৪৫
চল্লিশেও দারুণ ছন্দে ব্রাজিলের সিলভা
ফ্লুমিনেন্সের অধিনায়ক থিয়াগো সিলভা 

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে চারটি দল খেলার সুযোগ পায়। আর এই চরিটি দলই জয়গা করে নেয় নকআউট পর্বে। বিশেষ করে ফুটবলেন এই মেগা টুর্নামেন্টে চোখ ধাঁধানো এক চমক উপহার দিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

আর ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ইউরোপের জায়ান্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। আর এই ম্যাচে ফ্লুমিনেন্সের অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন ৪০ বছর বয়সি ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা।

শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে ক্লিন শিট রাখা ফ্লুমিনেন্সের রক্ষণভাগ যেভাবে সামলেছেন সিলভা দেখলে মনেই হবে না ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি।

খেলার আগে সব পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ইন্টার মিলানকেই এগিয়ে রেখেছিল। অপটা সুপারকম্পিউটারের হিসাব মতে, ইন্টার মিলানের শেষ আটে ওঠার সম্ভাবনা ছিল ৮৪.৪ শতাংশ, যেখানে ফ্লুমিনেন্সের সম্ভাবনা ছিল মাত্র ১৫.৬ শতাংশ। তবে মাঠে নিজেদের দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।

একসময় এসি মিলান, পিএসজি ও চেলসির মতো ক্লাবের হয়ে খেলা থিয়াগো সিলভা এখন ফ্লুমিনেন্সের অধিনায়ক।

অবশ্য সব ক্লাবেই ছিলেন রক্ষণভাগের নেতা। এই ম্যাচেও তিনি ৮টি ক্লিয়ারেন্স করেন, যা যৌথভাবে তার সতীর্থ ইগনাসিওর সমান। এছাড়া করেন ২টি ইন্টারসেপশন। খেলা শেষে ম্যাচ সম্প্রচারকারী ডিএজেডএনকে থিয়াগো সিলভা বলেন, ‘আমি আমার সতীর্থদের নিয়ে খুব গর্বিত।

মাত্র এক মাস আগেই ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। কিন্তু ফ্লুমিনেন্সও বড় দল, আমরা ভালো খেলেছি। ইন্টারের বিপক্ষে ২-০ গোলে জেতা সহজ নয়।’

এছাড়া নিজের সাম্প্রতিক ইনজুরি নিয়ে তিনি জানান, আমি মাত্র ১০ দিন আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলাম, তাই আজ খেলাটা সহজ ছিল না। আমাদের মেডিকেল টিমকে ধন্যবাদ দিতে চাই।

এই জয়ের ফলে ফ্লুমিনেন্স ক্লাব বিশ্বকাপে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে ক্লিনশিট ধরে রাখলো, যার মধ্যে আছে বুরুশিয়া ডর্টমুন্ড, মামেলোডি সানডাউন্স ও ইন্টার মিলানের মতো দল।

আর তাইতো এখন প্রশ্ন আসতেই পারে বুড়িয়ে যাওয়া থিয়াগো সিলভার এমন দৃঢ়তা কি ২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তিকে দোটানায় ফেলবে? ব্রাজিল দলে কি আবারও জায়গা হবে এই কিংবদন্তির?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে