চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সোসাইটির কার্যালয়ে সভাপতি এডভোকেট সাংবাদিক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল করিম মানিক, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট শতদল বড়ুয়া, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, চট্টগ্রাম সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাবেক ব্যাংকার সরওয়ার কবির চৌধুরী।
আলোচনায় অংশ নেন অধ্যাপক হাসানুল করিম, অধ্যাপক শামসুল আলম তালুকদার, মোহাম্মদ মোক্তার আহমেদ, মোহাম্মদ মফিজুল ইসলাম, এস.এম নুরুচ্ছফা, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মাস্টার মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ জহিরুল হক, হানিফ খন্দকার, মোহাম্মদ রুহুল কাদের, মোহাম্মদ শহীদ উল্লাহ, শীল বংস বড়ুয়া, এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মোহাম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন