বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কিশোরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

বাজিতপুর-কুলিয়ারচর-নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৭ জুন ২০২৫, ১৭:১৭
কিশোরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
ছবি : যায়যায়দিন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজ শুক্রবার কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রধান প্রতিষ্ঠান থেকে রথযাত্রা শুরু হয়।

বাজিতপুর পৌর শহরের হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় ধর্মীয় প্রতিষ্ঠান হরিসভা থেকে শুরু হওয়া রথযাত্রা জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। এই আয়োজনে নেতৃত্ব দেন হরিসভার উপজেলা আহ্বায়ক ও সাবেক অধ্যাপক ইন্দ্রজিত দাস। তার নেতৃত্বে শুরু হওয়া রথযাত্রায় প্রায় হাজারো নারী-পুরুষ অংশ নেন।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান, ঢাক-ঢোল, আবীর ছিটানো এবং ভক্তিগীতির মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। রথ টানার সময় ছোট-বড় সবার মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মতে, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখে এই রথযাত্রা পালিত হয়েছে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত।

এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয় এবং সার্বিক সহযোগিতা ছিল বলেও জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে