বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজারের উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি বলেন, ‘আমরা একমাত্র মহান আল্লাহ তায়া’লার হুকুমেই ইসলামী দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাব। সমাজে ইনসাফভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে আদর্শবান নেতৃত্ব, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তবেই একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
উখিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমান উল্লাহর পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা সভাপতি শ্রমিক নেতা শামশুল আলম বাহাদুর বলেন, শ্রমজীবীরাই দেশের অর্থনীতির চাকা সচল করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তারাই সমাজে সবচেয়ে অবহেলিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার প্রধান উপদেষ্টা উপজেলা জামায়াতের আমীর হযরত মাওলানা আবুল ফজল, সেক্রেটারী মাওলানা সোলতান আহমদ,
এ সময় উপজেলা সহ-সভাপতি মাওলানা সোলতান আহমদ, উপজেলা কোষাধ্যক্ষ ও কোর্ট বাজার সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন যায়েদ, পালংখালী ইউনিয়ন সভাপতি মাওলানা মুবিন উদ্দিন, হলাদিয়া পালল ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম জবল,রত্না পালং ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, জালিয়া পালং ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন বাবুল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।