মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শায়েস্তাগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১১:৫১
শায়েস্তাগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
শায়েস্তাগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থান শায়েস্তাগঞ্জ পৌর শহরকে ময়লা-আবর্জনা ও যানজটমুক্ত রাখতে গতিশীলভাবে কার্যক্রম চলছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ড্রেন পরিস্কার নিয়মিত হচ্ছে। পৌরসভার গাড়ী স্থানে স্থানে যাচ্ছে। বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত জায়গায় ফেলা হচ্ছে। শহরে সড়কের পাশে দোকান বসতে দেওয়া হবে না। অস্থায়ী দোকানের জন্য নির্ধারিত স্থান করে দেওয়া হবে। মশা ও মাছি নিধনে ওষুধ স্প্রে করা অব্যাহত থাকবে। সড়ক বাতির সমস্যা চিহ্নিত করে সমাধান করা হচ্ছে।

সোমবার পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬২ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৫৪৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৬২৮ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৯২ হাজার ৯১৭ টাকা।

বাজেটে রাজস্ব প্রস্তাবিত আয় ৫ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৭৯০ টাকা এবং ব্যয় ৫ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৬২৮ টাকা ধরা হয়েছে।

ইউএনও পল্লব হোম দাস বলেন, এই বাজেট পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং শায়েস্তাগঞ্জ পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমীন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌরসভার কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে