চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সমন্বয় সভা গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ণাঙ্গ জেলা কমিটি, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন,যুগ্ম আহ্বায়ক মারুফ, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শহরের পাঠানপাড়া এলাকায় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-গোমস্তাপুর উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান (মুক্তা) বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি একটি অথর্ব ও ব্যর্থ কমিটি এই কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়টি ইউনিট এর একটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
৫ই সেপ্টেম্বর/২৩ সালের এই ব্যর্থ কমিটি অবিলম্বে বাতিল করে নতুন ভাবে ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হোক অথবা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, দীর্ঘদিনের এই আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে না পারায় যুবদলের সদস্যরা মুখ থুবড়ে পড়েছে।
আমি দীর্ঘ আশাবাদী এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদীয়মান ত্যাগী, সৎ, নিষ্ঠাবান, নির্বাচনযোগ্য, নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হোক।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু) বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী সংগঠন।
বর্তমানে আমাদের নেতা তারেক রহমান যেভাবে যুবদলকে পরিচালনা করতে চাই আমরা সেই ভাবে সামনে এগিয়ে যাব, আমি ব্যক্তিগতভাবে চাই ত্যাগী,সৎ, নিষ্ঠাবান, নির্ভরযোগ্য,পরীক্ষিত-তারেক রহমানের আনুগত্য ব্যক্তিকে যুবদলের সভাপতি করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি মডেল জেলা হিসাবে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাবে।
শিবগঞ্জ উপজেলার যুগ্ন আহবায়ক মো: শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে চাপিয়ে দেওয়া কমিটির কারণে মাঠ পর্যায়ে যুবদলের আহ্বায়ক কমিটি ব্যর্থ হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে সম্ভাব্য (এমপি)প্রার্থীর সাথে যোগাযোগ ছাড়াই নিজের মতো করে যুবদলের কমিটি যেকোনো জায়গায় বাণিজ্য করে বেড়াচ্ছে।
জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম কিবরিয়া (শাওন)একজন প্রবাসী ব্যক্তি টাকার বিনিময়ে তাকে সদস্য সচিব করায় জেলা যুবদলের এই আহ্বায়ক কমিটি ব্যর্থ ও অথর্ব হয়ে পড়েছে। এই আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন ভাবে কমিটি করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমরা চাই চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু) কে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি /অভিভাবক করলে এই জেলার মানুষ সুন্দরভাবে, স্বাচ্ছন্দ বোধ করে যুবদল করতে পারবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ সূচনা বক্তব্য রাখেন- এই আহ্বায়ক কমিটি থেকে আমি পরিত্যাগ করব কিন্তু এমন একজন ব্যক্তিকে কমিটিতে আনা হোক যাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের কমিটি ত্যাগী, ব্যক্তির হাতে কমিটি থাকে।
এছাড়া আর বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল বাশার,আশিক, মনসুর আলী,হাসান ইমতিয়াজ ফারুক হোসেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, আমি আপনাদের কথা ধৈর্য সহ করে শুনেছি আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা রাজশাহীতে ত্যাগী, সৎ, নিষ্ঠাবান,নির্ভরযোগ্য ও বিগত দিনে আন্দোলন সংগ্রামী ছিলো এই ধরনের ব্যক্তি যুবদলের কমিটিতে থাকবে আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি /সেক্রেটারি বরাবর বিস্তারিত জানাবো, "শহীদ জিয়া অমর" "খালেদা জিয়া জিন্দাবাদ" তারেক রহমান বীরের বেছে আসবে ফিরে বাংলাদেশে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি।