বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

উজিরপুর থানায় পুলিশ সদস্য সংকট, বাড়ছে অপরাধ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১১:৩৮
উজিরপুর থানায় পুলিশ সদস্য সংকট, বাড়ছে অপরাধ
বরিশালের উজিরপুর মডেল থানা

বরিশালের উজিরপুর মডেল থানায় পুলিশ জনবল ও যানবাহনের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ সেবা কার্যক্রম।

ফলে বেড়েছে কিশোর গ্যাং, মাদক কারবার, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ।

প্রায় ২৫০ বর্গকিলোমিটার আয়তনের থানায় রয়েছে ২.৫ লাখের বেশি জনসংখ্যা, গুরুত্বপূর্ণ মহাসড়ক, নদী, হাটবাজার, পর্যটনকেন্দ্র ও সীমান্তবর্তী এলাকা। এসব সামলাতে প্রয়োজন পর্যাপ্ত পুলিশ সদস্য ও যানবাহন, যা বর্তমানে অপ্রতুল।

ওসি আব্দুস সালাম জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, “সাধ্য অনুযায়ী সেবা অব্যাহত রয়েছে।”

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে