বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুলাই বিপ্লবে শহীদ-আহতদের জন্য শ্রীপুরে জামায়াতের দোয়া 

শ্রীপুর পৌর (গাজীপুর) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১২:০০
জুলাই বিপ্লবে শহীদ-আহতদের জন্য শ্রীপুরে জামায়াতের দোয়া 
জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী। 

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রীপুর উপজেলা সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।

দোয়া অনষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য ও আহত। বক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং জুলাই বিপ্লবের আত্মত্যাগকে স্মরণীয় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর জেলা আমীর ড.মোঃজাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলামসহ পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের জামায়াতের আমীর/ সেক্রটারি,সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ এবং উপজেলা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, ২৪ জুলাইয়ের বিপ্লব দেশের রাজনীতিতে গতি এনেছে। যারা এই বিপ্লবকে অস্বীকার করেন এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করছেন।

তিনি বলেন, ২৪ জুলাইয়ের চেতনায় দেশকে নৈরাজ্য, সহিংসতা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিশেষ বক্তার বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামিকে ভোট দিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানোর আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওঃ আমজাদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে