রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নবীগঞ্জে গাঁজা ও টাকা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৪:৩৭
নবীগঞ্জে গাঁজা ও টাকা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার
নবীগঞ্জে আটক মাদক কারবারি রায়েছ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়েছ মিয়াকে আটক করে ২৯ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৬ হাজার ১শ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিজের বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প বানিয়াচং সূত্রে জানা যায়, লে. রাফি সিদ্দিকীর নেতৃত্বে সকাল প্রায় ৬টায় অভিযান পরিচালনা করে রায়েছ মিয়াকে আটক করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত রায়েছ মিয়া জিয়াপুর গ্রামের আরজু মিয়ার ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি পণিভূষণ রায় জানান, তাদের পক্ষ থেকে রায়েছ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রায়েছ মিয়া ও তার সংগঠন দীর্ঘদিন ধরে বিদেশি মদ, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এ ছাড়া এলাকা জুড়ে অনেক মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে। তারা এসব মাদক কারবারিদের গ্রেফতারে সেনাবাহিনীর আরও কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে