মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আহত গৃহবধু সিনথিয়া আক্তার ট্রিপল নাইনে ফোন করে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয় ।
এই ঘটনায় গৃহবধূ সিনথিয়া আক্তার (২৪) বাদী হয়ে হুমায়ুন হালদার ও মুনমুন আক্তারকে আসামি করে টঙ্গীবাড়ী থানায় মঙ্গলবার বিকালে অভিযোগ করেন।
গৃহবধূ সিনথিয়া আক্তার জানান, ৮বছর ধরে আমাদেন হয় বিয়ের পর থেকে আমার ভাসুর হুমায়ন হালদার ও ঝা মুনমুন আক্তার আমাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে ।
আমার স্বামী অসহায় সে দিনমজুর অসহায় হওয়ার আমাদেরকে বাড়ী ঘর থেকে তারিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে ।
মঙ্গলবার দুপুর ১২টার আমার স্বামীর বসত ঘরের সামনে আসিয়া পূর্ব শক্রুতার জের ধরিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমি প্রতিবাদ করিলে আমাকে কাঠের ডাসা দিয়া পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে।
টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।