বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৭:২১
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সেলিনা (২৮) এবং নুপুর আক্তার (৩০)। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, ওই সময় যৌথবাহিনী দাইরাদী গ্রামের মাদক ব্যবসায়ী ডালিমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় ডালিমকে বাড়িতে না পেলেও তার স্ত্রী নুপুর আক্তার (৩০) এবং তার সহযোগী দাইরাদী এলাকার আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ও ফারুকের স্ত্রী সেলিনাকে (২৮) ৬৫ পিস ইয়াবাসহ আটক করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।

অভিযানে গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই আক্তার হোসেন অংশ গ্রহণ করেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে