বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৭:৩৬
শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ছবি: প্রতিকী

মাগুরার শ্রীপুর উপজেলার খালগোয়ালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মুন্সী তাহসিন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। নিহত শিশু ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলামের পুত্র।

নিহতের পরিবারের পক্ষ থেকে নিহত শিশুর দাদা,রাখিদুল ইসলাম রাকিব সূত্রে জানান, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের লোকজনদের চোখকে ফাঁকি দিয়ে শিশু তাহসিন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গিয়ে হঠাৎ পা ফসকে পুকরে পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুজাখুজি করতে করতে দুপুর ১২ দিকে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় শিশুটি পুকুরের পানিতে ভাসছে। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে