হাটহাজারীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কস্থ হাটহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ড ফটিকা কড়িয়ার দিঘীর পাড় এলাকায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন।
উদ্বোধন প্রাক্কালে তিনি বলেন, ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে তিন তলার মসজিদ নির্মাণ করা হবে। এ মসজিদে ১ হাজার ২শ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। শারিরীকভাবে সুস্থ মুসল্লিরা যেমন নামাজ পড়তে পারবে তেমনি অন্ধ, পঙ্গু, হাত পা ভাঙ্গা ব্যক্তিরাও নামাজ পড়তে পারবে তাদের জন্য সে ব্যবস্থা থাকবে। এখানে ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এলাকার কেউ মারা গেলে তাকে শরীয়তসম্মত গোসল দেয়া যাবে।
তিনি বলেন, সরকার নির্মাণ করে দেবে আর তা আবাদ করার দায়িত্ব আপনাদের। এ মসজিদ নির্মিত হলে যেমন নামাজির সংখ্যা বাড়বে তেমনি সমাজ থেকে অপকর্ম কমবে। এ মসজিদে ইসলামিক বই বিক্রির ব্যবস্থা থাকবে। এখানে একটা কনফারেন্স রুম থাকবে। মসজিদ পরিদর্শনে কেই আসলে তার জন্য থাকার ব্যবস্থাও থাকবে।