কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম তাফরুল ইসলাম সৈকত (১৯)। তিনি উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব চান্দিশকরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম খাইরুল ইসলাম এবং মায়ের নাম সখিনা বেগম।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে নিহতের পরিচয় নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন। তিনি জানান, নিহত সৈকত পেশায় অটোরিকশা চালক ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ-সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকালে মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সৈকত গত বুধবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর তার সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।