শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৮:২৭
মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি: যায়যায়দিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশে মব কালচার চলছে, এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অপরিহার্য।”

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে দলটির আয়োজিত এক বড় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সৈয়দপুর পৌঁছান জামায়াতের আমির।

তিনি বলেন, “১৯৭২ সাল থেকেই দেশে মব কালচারের রাজনীতি চলছে। তবে এ ধরনের সহিংসতায় জামায়াতের কোনো নেতা-কর্মী জড়িত নয়। আমরা এই অপসংস্কৃতির ঘোর-বিরোধী।”

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান সহিংস পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আগে নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে। আমরা সেই লক্ষ্যেই মৌলিক রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে আসছি।”

তিনি আরও বলেন, “যারা সহিংসতায় জড়িত, তাদের নিজ দলের নেতৃত্বের উচিত তাদের নিয়ন্ত্রণ করা। পাশাপাশি রাষ্ট্রকেও দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে