শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শুক্রবার আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে ঝিনাইগাতীর তিনটি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলার হাতিবান্ধা, মালঝিকান্ধা ও গৌরিপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে এ কর্মী সমাবেশ উপজেলার বিএনপির ভরপ্রাপ্ত আহবায়ক শাহাজাহান আকন্দর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য স্থানীয় সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ।
বিশেষ অতিথি বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, আব্দুল মান্নান হিরা, আব্দুর রশিদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন দলের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে কারণ যে ঘটনা ঘটছে তা বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে । চাঁদাবাজি,বালু মহল, বিচার শালিস সহ সরকারের বরাদ্ধ ভাগাভাগি করছে কে নাম হচ্ছে দলের যাহা বিএনপির বিরুদ্ধে চক্রান্ত । ১৭ বছর বিএনপি যে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম সহ্য করেছে তা থেকে শিক্ষা নিয়ে জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে যেন কোন চক্রান্তকারী বিএনপিকে জড়িয়ে ফায়দা লুটতে না পারে । রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে সকলকে একত্র হয়ে কাজ করার আহবান রেখে লিফলেট বিতরণ করেন এই সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ।