ময়মনসিংহ ত্রিশালের গুরুত্বপূর্ণ আমীরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজার থেকে উপজেলা সদরে আসার দুটি পাকা সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দুটি মেরামত না করায় সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে এ অঞ্চলের বাসিন্দাদের ।
বেহাল সড়কের কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানিতে জমে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীদের অবর্নণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা গেছে- উপজেলায় বাণিজ্যিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ আমীরাবাড়ী ইউনিয়ন। এই ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একাধিক ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে একটি ডিগ্রি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এই ইউনিয়নের সবচেয়ে প্রাচীন বাজার হচ্ছে কাশিগঞ্জ বাজার। এই বাজার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুরত্ব দুই কিলোমিটার। আরেকটি সড়কও মহাসড়কে ঢুকেছে সেটির দুরত্বও আড়াই কিলোমিটার। মহাসড়ক হয়ে উপজেলা সদরে আসার দুটি পাকা সড়কের সাড়ে চার কিলোমিটার সড়কের কোথাও পিচ নেই।
খানাখন্দ আর ভাঙা রাস্তার কারণে চলাচল করা দায়। পাকা সড়ক দুটি দীর্ঘদিন ধরে মেরামত না করার ফলে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষ চলাচল করলেও সড়ক দুটি সংস্কার না করায় সড়কে চলাচলকারী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দের কারণে সড়কে চলতে গিয়ে দুর্ঘটনা কবলিত হচ্ছে বিভিন্ন যানবাহন। এ ছাড়াও মাঝে মাঝে বড় গর্তে পড়ে গিয়ে বিকল হচ্ছে অসংখ্য যানবাহন। ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের বেশী কষ্ট হচ্ছে। গর্ভবতী মহিলাদের নিয়ে এ সড়কে চলা দায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাশিগঞ্জবাজার থেকে উপজেলা সদর কিংবা দেশের অন্য যেকোন স্থানে যেতেহলে এই সড়ক দুটি ব্যবহার করতে হয়। সড়ক দুটি এত খারাপ যে রিক্সা পর্যন্ত চলতে চায় না। কিছু স্থানীয় অটো এবং রিক্সা বাধ্য হয়ে চলাচল করে। ছেলে/মেয়েদের স্কুলে যেতে সমস্যা হয়। কাশিগঞ্জ বাজারের মোকামে পাইকারদের আনাগোনা কমে গেছে। চলাচলের অনুপযোগী দুটি সড়কে ইটের খোয়া বেরিয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরী হয়েছে।
মানিক মিয়া জানান, আমাদের বাড়ী বের হয়ে অন্য কোন গ্রাম বা ত্রিশাল আসতে হলে এ দুটি সড়ক দিয়ে আসতে হয়। তাই বাধ্য হয়ে এত খারাপ সড়ক দিয়ে চলতে হয়। মাছের ট্রাক আর ভারী গাড়ীর কারণে সড়কটি এত খারাপ হয়ে গেছে। আমরা দ্রুতসড়ক পুনঃনির্মাণের জন্য দাবী জানাচ্ছি।
উপজেলা সহকারী প্রকৌশলী ইন্দুভূষণ বিশ্বাস জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি টেন্ডার হয়েছে। দ্রæত কাজ শুরু হবে। অন্য সড়কটির জন্য এ বছর কোন বরাদ্ধ নেই।