আগামী ৭ জুলাই থেকে পরবর্তী ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দীর্ঘ ১৭ বছর পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের জায়গায় সিডিডিএল দায়িত্ব নেবে। আগামী ৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হবে।
শুক্রবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। এ লক্ষ্যে শিগগির উভয় পক্ষের মধ্যে চুক্তি হবে। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয় আগেই জানায়, সাইফ পাওয়ারটেকের সঙ্গে ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। গত ১৮ জুন মন্ত্রণালয় জানায়, এনসিটি ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
২ জুলাই মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌবাহিনী এনসিটির বর্তমান জনবল দিয়েই টার্মিনাল পরিচালনা করবে। এ লক্ষ্যে নৌবাহিনী ও বন্দরের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে এবং একজন নৌবাহিনী কমান্ডারের নেতৃত্বে একটি কমিটি পরিচালনার দায়িত্বে থাকবে। প্রয়োজনে আগের অপারেটর সাইফ পাওয়ারটেকের সহযোগিতাও নেওয়া হতে পারে।
এনসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক জানায়, এনসিটি পরিচালনায় তাদের নিয়োগপ্রাপ্ত প্রায় ৩,৮০০ শ্রমিক বহাল থাকবে এবং তারা নৌবাহিনীকে শতভাগ সহযোগিতা করবে।
উল্লেখ্য, গত ১৭ বছর ধরে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হয়ে আসছে। টার্মিনালটি বর্তমানে পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আগামী ৬ জুলাই তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর থেকে টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আগ্রহ দেখিয়ে ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। টার্মিনালটিতে পাঁচটি জেটি রয়েছে। এতে চারটি সমুদ্রগ্রামী জাহাজ এবং একটি অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী জাহাজ বার্থিং করতে পারে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করে। যার মধ্যে ১২ লাখ ৮১ হাজার টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। যা বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪৪ শতাংশ।
বিগত আওয়ামী লীগ সরকার এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। অন্তর্বর্তী সরকারও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার ব্যাপারে কার্যক্রম এগিয়ে নেয়। বিষয়টি নিয়ে আগামী নভেম্বরে চুক্তি হওয়ার কথা রয়েছে।