ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত¦র এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
শুক্রবার বিকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শুক্রবার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী ভোলা জেলার দৌলতপুর উপজেলার চরসবি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ হান্নান মিয়া (৩৮) মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (২৭)কে গ্রেফতার করেন।
শুক্রবার বিকালে তাদের মাধবপুর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।