শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

রাজস্থলী প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৯:৩৪
নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন
ছবি : যায়যায়দিন

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ষাটতলী গ্রামের এক কৃষক গত ১ মাস যাবত নিখোঁজ রয়েছে। কৃষকের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাইখালী পশ্চিম কোদালা ষাটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজ কৃষক পশ্চিম কোদালা রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সি আহমেদের বাড়ি এলাকার ষাটতলী গ্রামের জামির হোসেনের ছেলে দিদার আলম।

গ্রামবাসী বলেন, সে ষাটতলী গ্রামের একজন সরলমনা কৃষক ছিলেন। গত ৩১ মে সকালে আদা খেতে যাওয়ার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। তবে আদা খেতে পৌঁছায়নি এবং দিন শেষে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ পায়নি।

দিদার আলমের বাবা জামির হোসেন, মা বাবিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে গত ১ মাস তিন দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল, কিছুই জানি না। আমার ছেলের মুখটা আবার দেখতে চাই, আমি তাকে ফেরত চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে খুঁজে দিন।মানববন্ধনে ছাবের আহমদ, আবুল হাসান মেম্বার ও নিখোঁজ দিদার আলমের স্ত্রী কোহিনুর আক্তার বক্তব্যে বলেন, গত ১ মাস ৩ দিন ধরে দিদার নিখোঁজ, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সমাজের উদ্বেগের বিষয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহজাহান কামাল এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কৃষকের সন্ধানের ব্যাপারে ২ জুন ২০২৫ এ চন্দ্রঘোনা থানায় একটি জিডি করা হয়েছে, তখন থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে