শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৯:৪২
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি : যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ শয়নকক্ষ থেকে অনিকা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শালমারা ইউনিয়নের দামগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অনিকা দামগাছা গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে অনিকাকে নিজ ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মানিক রানা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে অনিকা আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে